Share on social media

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামে বজ্রপাতে দুই জন পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নৌকা দিয়ে কাইলানী হাওরে তিনজন মাছ ধরতে গেলে বিকালে হালকা বৃষ্টির সাথে সাথে আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা তিনজনের মধ্যে দুই জন পানিতে পড়ে তলিয়ে যায়। বজ্রপাতে নিহত দুইজন আপন চাচাতো ভাই। মোখলেস মিয়ার ছেলে সাজিদ নূর(৪০) এবং আবুল ফজলের ছেলে রাকিব মিয়া (১৭) সাথে থাকা সাজিদ নূরের মেয়ে ছোট মনি প্রাণে বেচে যায়। ছোট মনি বাড়িগিয়ে লোকজনকে জানায়। এলাকার মানুষ এসে অনেক খোঁজা খোঁজির পড়ে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Share on social media

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here