Share on social media

জিতলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত, ড্র করলেও সম্ভাবনা থাকবে জোরালো। সঙ্গে প্রথম লেগে হারের প্রতিশোধ নেওয়ার বাসনাও ছিল। হলো না কিছুই। এখন লিগের শেষ ষোলোতে খেলার সম্ভাবনা হুমকির মুখে পড়ে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

মঙ্গলবার রাতে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে গেছে জিনেদিন জিদানের দল। তাতেই টানা ২৪ মৌসুম শেষ ষোলোতে খেলা দলটা এখন প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায়।

এদিন ‘বি’ গ্রুপের ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

শাখতারের পক্ষে গোল দু’টি করেন ডেনটিনহো ও ম্যানর সলোমন। এর আগে ঘরের মাঠে শাখতারের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল রিয়াল।

চলতি আসরে গ্রুপ পর্বে ৫ ম্যাচে এটি রিয়ালের জালে নবম গোল। নিজেদের ইতিহাসে আর কখনও এতো গোল হজম করতে হয়নি তাদের।

৫ ম্যাচে মাত্র ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল। শাখতার সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া মনচেনগ্লাডবাক।

শেষ রাউন্ডে মুখোমুখি হবে রিয়াল-বরুসিয়া মনচেনগ্লাডবাক ও ইন্টার-শাখতার। প্রতিটি দলেরই সুযোগ আছে পরের রাউন্ডে ওঠার, শঙ্কা আছে ছিটকে যাওয়ার।


Share on social media

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here