সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ৭ লাখ টাকার ভীম জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সব জব্দকৃত ভীম জালগুলো পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম। এর আগে আজ (শনিবার) বিকেলে ৯টি ও গত বৃহস্পতিবার আরও ৫টি ভীম জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
এ ভ্রাম্যমান আদালেেতর নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ও পুলিশ সদস্যবৃন্দ।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম জানান, এলাকার কিছু অসাধু মৎস্যজীবি ধনু নদীতে অবৈধভাবে রাক্ষুসী ভীম জাল দিয়ে ঘিরে রাখে। এতে করে নদীতে যাত্রীবাহী ট্রলার, লঞ্চ ও মালবাহী কার্গো ভলগেট চলাচল করতে পারে না। এ অভিযানে প্রায় ৭ লাখ টাকার জাল জব্দ করে উপজেলা ভূমি অফিস চত্বরে পুড়িযে দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এ ধরণের অভিযান পরিচালনা করে আরও ৫টি অবৈধ ভীম জাল আটক করা হয়েছিল। ভবিষ্যতে তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ধনু নদী জুড়ে এ মৌসুমে এলাকার কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় মৎস্য আহনে মোহনগঞ্জ উপজেলার গাগলজুর থেকে খালিয়াজুরী পাঁচহাট বাজার পর্যন্ত রন্তুসী ভীম জাল দিয়ে ঘিরে রাখে। এতে করে নৌকা নিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হয় তাদের।