আগামী ১৪ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষন অভিযান শুরুর লক্ষে শিবচর উপজেলায় প্রচার প্রচারনার অংশ হিসেবে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কাঠালবাড়ি ঘাট এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সামসুজ্জামানের সার্বিক পরিচালনায় ও কাঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
শিবচর উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন প্রধান ইলিশ প্রজনন মৌসুম ঘোষণা করেছে সরকার। অভয়াশ্রম চলাকালে ইলিশ ধরা, আহরণ, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।